আজ চীন আন্তর্জাতিক বেতার থেকে রেকর্ড করা হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ মোবাইল কনফারেন্স
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ মোবাইল কনফারেন্স
“শ্রোতাদের ঈদ ভাবনা”
“ঈদুল ফিতর” ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব
পালন করা হয়ে
থাকে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে। বাংলাদেশসহ অন্যান্য মুসলিম-প্রধান দেশে ঈদুল ফিতরই হলো
বৃহত্তম বা বাৎসরিক উৎসব।
একটি বছর পেরিয়ে আবার
ফিরে এসেছে সেই খুশির ঈদ- ঈদুল ফিতর। সবার ঘরে খুশির ঝরনাধারা বয়ে যাবে আরমাত্র দুই
থেকে তিন দিন পর ঈদের দিনে। এমন দিনে আমরা সবকিছু ভুলে গিয়ে মেতে উঠব খুশি আর
আনন্দে। সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে শামিল হব। ধনী-গরিব সবকিছু ভুলে
গিয়ে কাধেঁ কাধঁ মিলিয়ে ঈদের আনন্দ করবে সবাই।
বড়দের চেয়ে ছোটরা ঈদ
আনন্দ উপভোগ করবে বেশি। তারা ঈদের খুশিতে বলতে গেলে আনন্দে দিশেহারা হয়ে যাবে।
ছোটদের ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হলো নানা ধরনের রঙিন জামা-কাপড় ও জুতো পড়া। ঈদ
এলে এগুলো যেনো সবার চাই-ই চাই। বাবা-মা, মামা, খালা কিংবা চাচার কাছে বায়না ধরে
যে যার ঈদের উপহার সামগ্রী আদায় করে নিবে। এরই মধ্যে ঈদ উদযাপনের জন্য সব রকমের
জিনিসপত্র কেনাকাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন মার্কেট শপিং মলে।
অন্যান্য বারেরমত এবারো
আনন্দের সাথে ঈদ উদযাপন করবে আমাদের শ্রোতাবন্ধুরা। তাই এবারের ঈদে আমাদের শ্রোতা
বন্ধুরা কে কি করছেন, কে কেমন জামা-কাপড় পড়বেন, কিভাবে তারা আনন্দ উপভোগ করবেন
কিংবা ছোট বেলায় তারা কিভাবে ঈদ উদযাপন করেছেন ইত্যাদি স্মৃতি নিয়ে আমরা শ্রোতাদের
অংশগ্রহনে একটি বিশেষ মোবাইল কনফারেন্সের আয়োজন করেছি। আমাদের আজকের বিষয়:
শ্রোতাদের ঈদ ভাবনা।
তাহলে বন্ধুরা আমরা আর অপেক্ষা না করে চলে যায় আমাদের
মূল আয়োজনে। আজকের বিশেষ মোবাইল কনফারেন্সে আপনাদের সাথে চীন থেকে রয়েছেন ছাই ইউয়ে
মুক্তা ও আলিমুল হক এবং বাংলাদেশ থেকে আমি দিদারুল ইকবাল।
এখন আমরা চলে
যাচ্ছি শ্রোতাবন্ধুদের কাছে।
টেলিফোন লাইনে রয়েছেন........
টেলিফোন লাইনে রয়েছেন........
১) সৈয়দ রেজাউল
করিম বেলাল, ঢাকা/মতামত
২) এম.এ.বারিক, বগুড়া/মতামত
৩) মানিক মাহামুদ, রাজশাহী/মতামত ও ইসলামী সঙ্গীত
৪) জিল্লুর রহমান জিলু, সিলেট/মতামত
৫) মাহাজাবিন আক্তার শাম্মী, ঢাকা/ঈদের ছড়া কবিতা
৬) সানিয়া তাজমীম জীম, ঢাকা/ঈদের ছড়া কবিতা
৭) জামিম তাবরীণ
মিম, ঢাকা/ঈদের কবিতা
৮) নুর আলম, যশোর/মতামত
৯) আবদুল হালিম, কুমিল্লা/মতামত ও গান
১০) গোলাম সারোয়ার, ফরিদপুর/মতামত
১১) নুরুজ্জামান ইসলাম মাধু, জয়পুরহাট/মতামত
১২) খন্দকার রফিকুল ইসলাম, নওগাঁ/মতামত
১৩) হুমায়ুন রেজা, যশোর/মতামত
১৪) মো: কামাল হোসেন, ফরিদপুর/মতামত
১৫) শাহজালাল হাজারী, সুলাইবিয়া, কুয়েত/মতামত
১৬) সিমু আক্তার, ঢাকা/ঈদের ছড়া কবিতা
১৭) সাজ্জাত হোসেন সাইম, ঢাকা/মতামত
১৮) বিধান চন্দ্র টিকাদার, ঢাকা/মতামত
১৯) আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা/মতামত
-------শ্রোতা
বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের মোবাইল কনফারেন্সে আপনারা
যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অংশ নিতে পারেননি তাদের
প্রতি দু:খ প্রকাশ করছি। আশা করছি আপনারা আগামী অনুষ্ঠানে সুযোগ পাবেন। আপনারা
যারা মোবাইল কনফারেন্সে অংশ নিতে চান তারা ফোন করে আমাদের জানাতে পারেন। আমাদের
ফোন নম্বর 01711054985
আপনাদের সবাইকে পবিত্র “ঈদুল ফিতর”র শুভেচ্ছা
জানিয়ে শেষ করছি আমি দিদারুল ইকবাল, বাংলাদেশ মনিটর, চীন আন্তর্জাতিক বেতার
(সিআরআই)
------------
যেসব শ্রোতা ফোন করেও বিভিন্ন কারনে অংশ নিতে পারেননি:
১) নুরুল ইসলাম শাহীন, গাজীপুর
২) ফিরোজ আলম, পাবনা
৩) ওসমান গণী, নরসিংদী
৪) হায়দারুল ইসলাম, চায়াডাঙ্গা
৫) ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ
যেসব শ্রোতাকে
একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি:
১) সুলতান মাহমুদ, নওগাঁ
২) সোহাগ ব্যাপরী, কুমিল্লা
৩) আব্দুল কুদ্দুস মাস্টার, কুড়িগ্রাম
৪) এম.ফোরকান, চট্টগ্রাম
৫) হোসাইন মুসা, নরসিংদী
৬) সাঈমা মজুমদার, কুমিল্লা
৭) মেনহাজুল ইসলাম, দিনাজপুর
....................
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)