Thursday, May 22, 2014

Bangladesh Beter, Dhaka: Listeners Club Registration List

"বাংলাদেশ বেতার, ঢাকা: শ্রোতা ক্লাব নিবন্ধন"
দীর্ঘ অপেক্ষার পর খুব শীঘ্র বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে ৪০টি শ্রোতা ক্লাবকে সার্টিফিকেটসহ রেজিষ্ট্রেশন প্রদান করা হবে। ইতিমধ্যে এবিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের আওতায় রয়েছে ১৭টি জেলা। এই ১৭টি জেলা থেকে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর ব্যতিত অন্য ১৪টি জেলা থেকে সর্বমোট ৫৪টি শ্রোতা ক্লাবের আবেদনপত্র জমা পড়েছে যার মধ্যে ১৪টি ছিল প্রশ্নবিদ্ধ! যেমন- কোন কোন শ্রোতা তার একি ক্লাবের সদস্যদের নামে ভিন্ন ভিন্ন ক্লাবের নাম দিয়ে আবার কেউ একি ব্যক্তি একাধিক ক্লাবের নাম দিয়ে কেউ ৫টি, কেউ ৩টি, কেউ ২টি এভাবে ভূয়া আবেদন করেছেন। যা ছিল শ্রোতা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক! গত ০৭ এপ্রিল ২০১৪ তারিখে প্রাথমিক বাছায়ের সময় ঐ ১৪টি ভূয়া ক্লাবকে বাতিল করে দেয় বাংলাদেশ বেতার, ঢাকা কর্তৃপক্ষ। এছাড়া যেসব শ্রোতা এ ধরনের ভূয়া আবেদন করেছেন তাদেরকে বেতার কর্তৃপক্ষ নজরে রেখেছেন। বর্তমানে প্রাথমিক অবস্থায় ৪০টি ক্লাব-কে রেজিষ্ট্রেশন প্রদান করা হচ্ছে। নিচে তালিকাগুলি জেপিইজি করে দেয়া হয়েছে।
অনুগ্রহ করে এই তালিকাটি কোন ব্যক্তি বা বেতার কার্যক্রমের সাথে সম্পৃক্ত কিংবা তালিকায় যেসব ক্লাবের নাম রয়েছে তারা কেউ মূল পোস্ট প্রদানকারীর বিনা অনুমতিতে কপি বা মূল পোস্টের বাহিরে অন্য কোথাও নিজ নামে (ফেইসবুক, টুইটার, অন্যান্য সামাজিক ব্লগ) টাইপ করে, শেয়ার বা পোস্ট করবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭১১০৫৪৯৮৫, ০১৯৮৫৬০১০৮৫ এই নম্বরে।

শ্রোতাক্লাব রেজিষ্ট্রেশন প্রদান পদ্ধতি:
সকল রেজিষ্ট্রেশন নম্বর হবে আট সংখ্যার; যার মধ্যে দুইটি ডট থাকবে। যেমন: ০০০.০০.০০০।
প্রথম তিনটি সংখ্যা হবে কেন্দ্র কোড;
পরবর্তি দুইটি সংখ্যা হবে জেলা কোড;
সর্বশেষ তিনটি সংখ্যা হবে শ্রোতাক্লাবের ক্রমিক নম্বর বা কোড।
উদাহরণ: বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের ঢাকা জেলার “সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” এর রেজিষ্ট্রেশন নম্বর হবে নিম্নরূপ: ১০১.০১.০০ (কেন্দ্র কোড.জেলা কোড.শ্রোতা ক্লাবের রেজিষ্ট্রেশন কোড)
নিম্নে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রের কোড দেওয়া হলো-
(১) বাংলাদেশ বেতার, ঢাকা- কেন্দ্রের কোড: ১০১
(২) বাংলাদেশ বেতার, চট্টগ্রাম- কেন্দ্রের কোড: ১০২
(৩) বাংলাদেশ বেতার, রাজশাহী- কেন্দ্রের কোড: ১০৩
(৪) বাংলাদেশ বেতার, সিলেট- কেন্দ্রের কোড: ১০৪
(৫) বাংলাদেশ বেতার, রংপুর- কেন্দ্রের কোড: ১০৫
(৬) বাংলাদেশ বেতার, খুলনা- কেন্দ্রের কোড: ১০৬
(৭) বাংলাদেশ বেতার, বরিশাল- কেন্দ্রের কোড: ১০৭
(৮) বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও- কেন্দ্রের কোড: ১০৮
(৯) বাংলাদেশ বেতার, কক্সবাজার- কেন্দ্রের কোড: ১০৯
(১০) বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি- কেন্দ্রের কোড: ১১০
(১১) বাংলাদেশ বেতার, বান্দরবান- কেন্দ্রের কোড: ১১১
(১২) বাংলাদেশ বেতার, কুমিল্লা- কেন্দ্রের কোড: ১১২

প্রথম পর্যায়ে বাংলাদেশ বেতার সকল কেন্দ্র থেকে সর্বমোট ৩৩৩টি শ্রোতা ক্লাবকে রেজিষ্ট্রেশন প্রদান করা হচ্ছে। নিচে কেন্দ্র অনুযায়ী তার তালিকা দেয়া হলো-
(১) বাংলাদেশ বেতার, ঢাকা- ৪০টি;
(২) বাংলাদেশ বেতার, চট্টগ্রাম- ১৩টি;
(৩) বাংলাদেশ বেতার, রাজশাহী- ৪০টি;
(৪) বাংলাদেশ বেতার, সিলেট- ৫৩টি;
(৫) বাংলাদেশ বেতার, রংপুর- ১১৫টি;
(৬) বাংলাদেশ বেতার, খুলনা- ২৮টি;
(৭) বাংলাদেশ বেতার, বরিশাল- ৯টি;
(৮) বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও- ২টি;
(৯) বাংলাদেশ বেতার, কক্সবাজার- ১২টি;
(১০) বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি- ৩টি;
(১১) বাংলাদেশ বেতার, বান্দরবান- ৫টি;
(১২) বাংলাদেশ বেতার, কুমিল্লা- ১৩টি।