Saturday, December 19, 2015
Wednesday, December 16, 2015
বিজয়ের মাসে স্কুল শিক্ষার্থীদের মাঝে CRILCB’র শীতবস্ত্র বিতরণ
শহীদুল কায়সার লিমন : বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে বাঙালীজাতী স্বাধীনতার জন্য পশ্চিম
পাকিস্তানের সাথে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বহু রক্তের বিনিময়ে এই মাসে বিজয় লাভ করে।
লাভ করে একটি স্বাধীন লাল সবুজের পতাকা, স্বাধীন মানচিত্র, স্বাধীন দেশ বাংলাদেশ। প্রতি
বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এই বিজয়ের
মাসকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি মাস জুড়ে নানাবিধ
কর্মসূচি পালন করে থাকে। ২০১৫ সালের বিজয় দিবসকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর সিআরআই
লিসনার্স ক্লাব অব বাংলাদেশ সিলেট গোয়াইনঘাট ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে “বিজয় দিবসের আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ”
অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক ভাবে সহযোগিতা করে, শাওলি এ্যাগ্রো অর্গানিক ফার্ম
লিমিটেড, সিলেট।
বিজয় দিবসের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের মহাসচিব এবং শাওলি এ্যাগ্রো
অর্গানিক ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান জিলু।
বিশেষ অতিথি ছিলেন, ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবরুল হোসেন
বাবুল এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আজির উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদ ৫ নং
ওয়ার্ডের মেম্বার মঈন উদ্দীন, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক রিয়াজ উদ্দিন, গুলজার আহমেদ, সিদ্দিকুর রহমান, রশিদ আহমেদ এবং অত্র
বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী।
শীতবস্ত্র বিতরণের পূর্বে শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের মহান বিজয় দিবস
নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সিআরআই-এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল শিক্ষার্থীদের
মাঝে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর পরিচয় তুলে ধরেন এবং এই বেতার থেকে
প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন, রেডিও-তে কখন, কিভাবে চীন বেতারের
অনুষ্ঠান শুনা যাবে, ইন্টারনেটে কিভাবে সিআরআই সম্পর্কে জানা যাবে ইত্যাদি বিষয়ে
ধারনা দেন।
শিক্ষার্থীদের মাঝে শিতবস্ত্র বিতরণের পর সিআরআই-এর বাংলাদেশ মনিটর দিদারুল
ইকবাল অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেন।
যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে (ক্রমানুসারে):
(১) জিল্লুর রহমান জিলু, ব্যবস্থাপনা পরিচালক, শাওলি এ্যাগ্রো অর্গানিক ফার্ম
লিমিটেড।
(২) বাবরুল হোসেন বাবুল, চেয়ারম্যান, ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ।
(৩) আজির উদ্দিন, প্রধান শিক্ষক, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়।
(৪) রিয়াজ উদ্দীন, সহকারী শিক্ষক, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়।
(৫) কারিমা আক্তার, ছাত্রী, ৫ম শ্রেণী, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক
বিদ্যালয়।
(৬) মো: দুলাল আহমদ, ছাত্র, ৫ম শ্রেণী, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক
বিদ্যালয়।
(৭) তাহেরা আক্তার, ছাত্রী, ৫ম শ্রেণী, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক
বিদ্যালয়।
(৮) সোহেল আহমেদ, ছাত্র, ৫ম শ্রেণী, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক
বিদ্যালয়।
(৯) মো: জুনায়েদ আহমেদ, ছাত্র, ৫ম শ্রেণী, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক
বিদ্যালয়।
(১০) সারোয়ার আহমেদ চৌধুরী, ছাত্র, ৩য় শ্রেণী, ফতেপুর ২য় খন্ড সরকারী
প্রাথমিক বিদ্যালয়।
তথ্য ও যোগাযোগ সম্পাদক
সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ।Monday, December 14, 2015
Subscribe to:
Posts (Atom)