চলতি বছর
নভেম্বর মাসটি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি মাস। ‘বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর’-কে কেন্দ্র করে
এমাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজন করা হয় দ্যা ফ্লেবারর্স অব চায়না “চীনা
খাদ্য উৎসব ২০১৫” এবং “ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ” শীর্ষক
আলোকচিত্র প্রদর্শনী।
বড় বড় এ
দু’টি আয়োজনের নানা বিষয় নিয়ে বাংলাদেশের প্রিন্ট বা দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক বা
বেতার ও টেলিভিশন এবং ইন্টারনেটে অনলাইন মিডিয়াগুলি খবর বা ফিচার অত্যন্ত
গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচার করেছে। শুধু যে, বাংলাদেশের গণমাধ্যমগুলি সংবাদ
প্রচার বা প্রকাশ করেছে তা কিন্তু নয়, চীনের বেশ কয়েকটি গণমাধ্যমও এ সম্পর্কিত
সংবাদ প্রচার ও প্রকাশ করেছে।
রাজধানী
ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ গত ৩-৭ নভেম্বর পর্যন্ত আয়োজন
করা হয় দ্যা ফ্লেবারর্স অব চায়না শিরোনামে “চীনা খাদ্য উৎসব ২০১৫”। ৫ দিন ব্যাপী এ
খাদ্য উৎসবটি চলে হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে “ডিনার ব্যুফেট” হিসেবে।
চীনা খাদ্য
উৎসবটির উদ্বোধন করেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মা মিংচিয়াং।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা
বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা), হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ-এর
জেনারেল ম্যানেজার ই.জে.ম্যাক ইভান।
চীনা খাদ্য
উৎসবটি বাংলাদেশের এবং বিদেশী ভোজন রসিকরা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেছেন বলে
জানা গেছে।
চীনা খাদ্য
উৎসবটি যৌথভাবে আয়োজন করেছে, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই); হোটেল প্যান
প্যাসিফিক সোনারগাঁ, ঢাকা; বাংলাদেশস্থ চীনা দূতাবাস এবং ইডাচু লিমিটেড চায়না।
এছাড়া গত
৫-১০ নভেম্বর পর্যন্ত রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী
গ্যালারীতে আয়োজন করা হয় “ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ”
শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি
হিসেবে “ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন। এসময়
উপস্থিত ছিলেন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বাংলাদেশ বেতারের
মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক
কাউন্সিলর চেন শুয়াং এবং সিআরআই বাংলা বিভাগের উপপরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)।
আলোকচিত্র
প্রদর্শনীটি বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে
যৌথভাবে আয়োজন করে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং
ঢাকাস্থ চীনা দূতাবাস।
এই বৃহৎ
দু’টি অনুষ্ঠানের প্রতিদিনের সংবাদ বাংলাদেশের প্রিন্ট মিডিয়া জাতীয় বাংলা দৈনিক
সমকাল, ইত্তেফাক, আমাদের সময়, প্রথম আলো, কালের কন্ঠ, যায়যায়দিন, জাতীয় ইংরেজী
দৈনিক ডেইলি স্টার, অবজরবার, নিউএইজ, নিউ ন্যাশন, ঢাকা ট্রিবিউন, ডেইলি সান, -এর
এক এবং একাধিক কলামে সংবাদ, ফিচার ও ছবি ছাপানো হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ায়
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেসরকারী টেলিভিশন চ্যানেল- ইটিভি, এনটিভি, দেশটিভি,
মাইটিভি, চ্যানেল আই, বাংলাভিশন, দিপ্ত টিভিসহ অন্যান্য টিভিও সংবাদ প্রচার করেছে।
এছাড়া
ইলেকট্রনিক মিডিয়ার আরেক মাধ্যম বাংলাদেশ বেতারও জাতীয় ভাবে একাধিকবার বাংলা ও
ইংরেজীতে সংবাদ এবং সাক্ষাৎকার প্রচার করেছে।
সবমিলিয়ে
বাংলাদেশের গণমাধ্যমগুলিতে দু’টি অনুষ্ঠানের কাভারেজ অভূতপূর্ব ভাবে পেয়েছে। যা
পত্রিকার পাঠক ও টেলিভিশনের দর্শকদের চীন এবং বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের
বিষয়গুলিকে আরো সহজ ভাবে জানার সুযোগ করে দিয়েছে।
এখানে
গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদের লিংক দেওয়া হলো:
(১) দৈনিক
সমকাল:
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন
আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।