Tuesday, November 10, 2015

মন্ত্রী, বেতার ও জাদুঘরের মহাপরিচালক এবং দর্শকদের চীন বেতারে সাক্ষাৎকার প্রদান

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চলতি বছর নভেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজন করা হয় দ্যা ফ্লেবারর্স অব চায়না “চীনা খাদ্য উৎসব ২০১৫” এবং “ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ-এ গত ৩ নভেম্বর চীনা খাদ্য উৎসবের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান “ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
বৃহৎ এ দু’টি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য গুণীজন, দর্শক উপস্থিত ছিলেন। ছিলেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর শ্রোতাবন্ধুরাও। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাক্ষাৎকার নিচ্ছেন সিআরআই মনিটর দিদারুল ইকবাল।
চীন আন্তর্জাতিক বেতারকে সাক্ষাৎকার দিচ্ছেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
চীন আন্তর্জাতিক বেতার-কে ইন্টারভিউ দিচ্ছেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল।
সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন, নাটোর জেলার শ্রোতা রাশেদুল ইসলাম
সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন, নাটোর জেলার শ্রোতা তন্ময় কুমার
সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন, নাটোর জেলার শ্রোতা রাকিবুল হাসান রবিন।
সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন, নাটোর জেলার শ্রোতা সোহাগ কুমার
সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন, বগুড়া জেলার শ্রোতাবন্ধু এম এ বারিক।

এই অনুষ্ঠানগুলি চলাকালীন সময়ে সিআরআই বেশ কয়েকজন বিশিষ্টজন এবং দর্শকদের সাক্ষাৎকার নিয়েছে। চীন আন্তর্জাতিক বেতারকে সাক্ষাৎকার দিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ, উপ-পরিচালক এএসএম মামুন প্রমূখ।
এছাড়া শ্রোতাদের মধ্যথেকে সাক্ষাৎকার দিয়েছেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান মো: ওসমান গণী, নাটোর জেলার শ্রোতা রাশেদুল ইসলাম, রাকিবুল হাসান রবিন, তন্ময় কুমার, সোহাগ কুমার, বগুড়া জেলার শ্রোতা এমএ বারিক প্রমূখ।       
উল্লেখ্য, চীনা খাদ্য উৎসব এবং আলোকচিত্র প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই); বাংলাদেশস্থ চীনা দূতাবাস; হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ, ঢাকা; বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং ইডাচু লিমিটেড চায়না।   

দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।

No comments:

Post a Comment