চলতি বছর
নভেম্বর মাসে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের উপ-পরিচালক চাও
ইয়ানহুয়া (সুবর্ণা)’র নেতৃত্বে চীন আন্তর্জাতিক বেতারের একটি প্রতিনিধিদল বাংলাদেশ
সফরে আসেন। প্রতিনিধি দলটি ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০
বছর’ উপলক্ষে আয়োজিত দু’টি অনুষ্ঠানে যোগদান করেন।
গত ৫
নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসা চীন বেতারের প্রতিনিধি দলের
সৌজন্যে বাংলাদেশ বেতার একটি নৈশভোজ সভার আয়োজন করে বসুন্ধরা সিটির একটি রেস্টুরেন্টে।
এতে বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশ বেতারের উর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
নৈশভোজে
আমন্ত্রিত সবাইকে স্বাগত জানান বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন
আহমেদ। ব্যুফেট ডিনারের পাশাপাশি বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার এবং
বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে
আলাপ-আলোচনা করেন।
নৈশভোজ শেষে
বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সিআরআই এবং চীনা দূতাবাসের আমন্ত্রিত অতিথিদের উপহার
প্রদান করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন
আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment