বাংলাদেশের
রাজধানী ঢাকায় পর্দা নাম “ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ” শীর্ষক
আলোকচিত্র প্রদর্শনীর।
গত ৫ থেকে
১০ নভেম্বর ২০১৫ পর্যন্ত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে
সর্বস্তরের দর্শকদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত ছিল।
প্রতিদিন
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শতশত দর্শক প্রদর্শনীটি দেখতে ভিড় জমিয়েছিলেন
জাতীয় জাদুঘরে। প্রদর্শনী দেখতে অন্যান্য শ্রেণী পেশাল দর্শকদের পাশাপাশি সিআরআই
লিসনার্স ক্লাব অব বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকেও
এসেছেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর শ্রোতাবন্ধুরা। তাঁরা জানিয়েছেন, সিআরআই
কতৃক আয়োজিত “ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক প্রদর্শনীটি তাদেরকে খুব কাছ
থেকে চীনকে জানার ব্যবস্থা করে দিয়েছে। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত অব্যাহত রাখা
এবং ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরেও প্রদর্শনীটি বার বার আয়োজন করার জন্য
তাঁরা জোড়ালো প্রস্তাব ও দাবি জানিয়েছেন।
গ্যালারীতে
প্রদর্শীত ১২৫টি ছবি দেখে বহু দর্শনার্থী “ভিজিটর বুকে” তাদের মূল্যবান মতামত দিয়েছেন।
এছাড়া সিআরআই এর বিশেষ সাক্ষাৎকারেও বেশ কয়েকজন দর্শনার্থী এবং চীন আন্তর্জাতিক
বেতারের শ্রোতাবন্ধুরা তাদের অনুভূতি এবং ভালোলাগার কথাগুলি জানিয়েছেন।
উল্লেখ্য,
গত ৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা
প্রতিমন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে “ইমেজ
অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ” শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন।
বাংলাদেশস্থ
চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর চেন শুয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী,
বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন,
সিআরআই বাংলা বিভাগের উপপরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)।
“ক্যামেরায়
চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি বাংলাদেশ-চীন কূটনৈতিক
সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে যৌথভাবে আয়োজন করে চীন আন্তর্জাতিক
বেতার (সিআরআই), বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং ঢাকাস্থ চীনা দূতাবাস।
প্রদর্শনী উদ্বোধনের
আগে একটি সাংস্কৃতিক পরিবেশনাসহ ছয়জন চীনা শেফ হাতে তৈরী নুডুলসসহ চীনের কয়েকটি
জনপ্রিয় খাবার তৈরী করে দেখান এবং উপস্থিত দর্শকদের স্বাদ নিতে সেগুলি পরিবেশন
করেন। চীনা শেফদের খাবার তৈরীর নৈপুণ্য উপস্থিত সকলকে বিমুগ্ধ করেছে, বিস্মিত
করেছে।
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন
আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment