বহির্বিশ্ব
কার্যক্রমে ৭ম ভাষা হিসেবে চীনা ভাষার অনুষ্ঠান সম্প্রচার করার আগ্রহ প্রকাশ করেছে
বাংলাদেশ বেতার। এ ব্যাপারে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর সহযোগিতা চেয়েছে
বাংলাদেশ বেতার।
৩১
মার্চ বৃহস্পতিবার সকালে শাহবাগ বাংলাদেশ বেতারের সদর দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ
বেতার এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে
এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনায়
বাংলাদেশ বেতারের পক্ষে প্রতিনিধিত্ব করেন মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া
এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন, মহাপরিচালক ওয়াং
গেন নিয়েন।
আলোচনা
সভায় বাংলাদেশ বেতারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপ-মহাপরিচালক
(নিউজ) নারায়ন চন্দ্র শীল, প্রধান প্রকৌশলী আহমেদ কামরুজ্জামান, সিনিয়র ইঞ্জিনিয়ার
এটিএম জিয়া হাসান, বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ প্রমূখ।
চীনা
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, সিআরআই অর্থ বিভাগের পরিচালক মাদাম গং ছিংছিং, সংবাদ
বিভাগের পরিচালক হুয়াং ইয়োং গুও, দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক লুও হোংবিং,
আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-পরিচালক মাদাম লিয়াও লি এবং অফিস বিভাগের পরিচালক
চুং রেন যোং।
চীন আন্তর্জাতিক বেতার ও
বাংলাদেশ বেতারের প্রতিনিধি বৈঠকে বাংলাদেশ বেতারের পক্ষে প্রতিনিধিত্ব করেন
মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া। তাঁর ডানে রয়েছেন, সিনিয়র ইঞ্জিনিয়ার এটিএম
জিয়া হাসান।
|
বাংলাদেশ
বেতার ও চীন বেতারের প্রতিনিধি বৈঠকে আলোচনা হয় ভবিষ্যতে বেতারের সাথে বেতারের
সহযোগিতা আরো কিভাবে বাড়ানো যায়, বিভাগীয় পর্যায়ে সিআরআই এফএম অনুষ্ঠানের পরিধি
বাড়াতে আরো বেশি রেডিও স্টেশনকে কিভাবে সংযুক্ত করা যায়, বর্তমানে ঢাকা এবং
চট্টগ্রামে এফএম-এ ১৮ ঘন্টা করে ৩৬ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। এই ৩৬ ঘন্টার
অনুষ্ঠানকে ভাগ করে অন্যান্য বিভাগীয় অঞ্চলে এফএম চালু করা যায় কিনা সে বিষয়েও
আলোচনা হয়। বাংলাদেশ বেতারের সাথে চীন বেতারের কারিগরী সহযোগিতা, প্রশিক্ষণমূলক
সহযোগিতা, কর্মশক্তি ও কর্মকর্তা বিনিময় এবং অনুষ্ঠান বিনিময় করতে নীতিগত ভাবে
উভয়পক্ষ সন্মত হয়েছে। বর্তমানে যে চুক্তি রয়েছে তার আওতায় খুব শীঘ্রই কর্মকর্তা
বিনিময় বা প্রশিক্ষণ বিনিময় নিয়েও আলোচনা হয়।
দুদেশের
রাষ্ট্রীয় বেতারের বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশস্থ চীনা
দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক
শিয়ে নান আকাশ, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের
প্রমূখ।
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর
সংবাদ বিভাগের পরিচালক হুয়াং ইয়োং গুও-কে উপহার দিচ্ছেন, বাংলাদেশ বেতার বহির্বিশ্ব
কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ।
|
বাংলাদেশ বেতারের
কর্মকর্তাদের মাঝে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর মহাপরিচালক ওয়াং গেন নিয়েন (ডান
থেকে ৪র্থ)।
|
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার (সিআরআই)
বাংলাদেশ।
No comments:
Post a Comment