Wednesday, March 30, 2016

ঢাকা বিমান বন্দরে সিআরআই মহাপরিচালকের সাথে বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল


সিআরআই মহাপরিচালক ওয়াং গেন নিয়ান-কে শ্রোতাসংঘের পক্ষে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল। পাশে রয়েছেন সিআরআই দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক লুও হোংবিং (বাম থেকে ৩য়)। > ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর মহাপরিচালক ওয়াং গেন নিয়ান প্রথম বারেরমত বাংলাদেশ সফর করেছেন।
৩০ মার্চ ২০১৬ বুধবার ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সিআরআই প্রতিনিধিদল নিয়ে তিনি দু’দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। তাঁর সাথে ছিলেন, সিআরআই অর্থ বিভাগের পরিচালক মাদাম গং ছিংছিং, সংবাদ বিভাগের পরিচালক হুয়াং ইয়োং গুও, দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক লুও হোংবিং, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-পরিচালক মাদাম লিয়াও লি এবং অফিস বিভাগের পরিচালক চুং রেন যোং।
সিআরআই-এর নেতারা ঢাকা হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে তাদেঁরকে বাংলাদেশে স্বাগত জানায় সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিনিধিবৃন্দ।
বিমান বন্দরের ভিআইপি গেইটে সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল প্রথমেই সিআরআই মহাপরিচালক ওয়াং গেন নিয়ান-কে শ্রোতাসংঘের পক্ষে ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে স্বাগত জানান। পরে তিনি অতিথিদের উপহার প্রদান করেন। দিদারুল ইকবাল কিছু সময় সিআরআই মহাপরিচালক ওয়াং গেন নিয়ান এবং দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক লুও হোংবিং-এর সাথে সিআরআই অনুষ্ঠান ও শ্রোতাসংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি সিআরআই-এর নেতাদের বাংলাদেশ সফরের জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানান।   
উল্লেখ্য, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর কোন মহাপরিচালকের এটিই প্রথম বাংলাদেশ সফর।

No comments:

Post a Comment