Wednesday, March 30, 2016

সিআরআই মহাপরিচালকের প্রথম বাংলাদেশ সফর


প্রথম বারেরমত বাংলাদেশ সফরে এসেছেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর মহাপরিচালক ওয়াং গেন নিয়ান।
৩০ মার্চ ২০১৬ বুধবার ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সিআরআই প্রতিনিধিদল দু’দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। ঢাকা হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দরে অতিথিদের বাংলাদেশে স্বাগত জানায় সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিনিধিবৃন্দ।
এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক শিয়ে নান আকাশ, বাংলাদেশ পরিচালক গোলাম মোস্তফা, কনসালটেন্ট ও শিক্ষক মহিউদ্দিন তাহের, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল, সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমূখ। 
সিআরআই মহাপরিচালক ওয়াং গেন নিয়ান-কে শ্রোতাসংঘের পক্ষে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল। এছাড়া তিনি অতিথিদের শ্রোতাসংঘের পক্ষ থেকে উপহারও প্রদান করেন। পর্যায়ক্রমে অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিনিধিবৃন্দ।
৩১ মার্চ সাকালে সিআরআই প্রতিনিধিদল বাংলাদেশ বেতার পরিদর্শন করেন এবং সেখানে বাংলাদেশ বেতারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে চীনা অতিথিবৃন্দ সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম পরিদর্শন করেন।
উল্লেখ্য, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর কোন মহাপরিচালকের এটিই প্রথম বাংলাদেশ সফর।

দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।

No comments:

Post a Comment